বাংলাদেশের বরেণ্য কথাসাহিত্যিক রশীদ করীমের জন্মশতবর্ষ এ বছর। এ উপলক্ষে শুরু হলো বছরব্যাপী কর্মসূচি। রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল শনিবার থেকে শুরু হলো এ আয়োজন।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি মিলনায়তনে আলোচনা, স্মৃতিচারণা, রশীদ করীম পাঠ অমনিবাসের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হন প্রয়াত রশীদ করীমের একমাত্র সন্তান নাবিলা মুরশেদ। তিনি জানান, বাবার জন্মশতবর্ষ উদ্যাপনে দেশের বিভিন্ন জায়গায় গাছ লাগাতে চান তিনি।
আয়োজনের প্রধান অতিথি লেখক ও গবেষক মফিদুল হক বলেন, সমাজ সাহিত্যকে বিচার করে নতুন নতুন মাত্রা পায়। একই সাহিত্য কিন্তু এর বিভিন্নভাবে মূল্যায়ন তৈরি হয়। উত্তম পুরুষ, আমার যত গ্লানি, প্রসন্ন পাষাণ–এর মতো শক্তিশালী উপন্যাসের লেখক রশীদ করীমের সাহিত্য সে বিবেচনাতেও অত্যন্ত মূল্যবান। তিনি বলেন, ‘রশীদ করীম ১২টি উপন্যাস লিখেছেন। এর সবগুলো উপন্যাসের কাছেই পাঠককে ফিরে যেতে হয়। রশীদ করীমকে জানলে, বুঝলে বাঙালি সমাজের বিবর্তনের উপলব্ধি ও পথরেখা আমরা পেতে পারি।’