অমিত শাহ বলেন, আজ এই বাংলার সেই সন্দেশখালী থেকে আর জি কর হাসপাতাল—কোথাও নারীরা সুরক্ষিত নন। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে গোটা বাংলা দুর্নীতিতে নিমজ্জিত। রাজ্য সরকারের মদদে বাংলায় অনুপ্রবেশকারীদের রমরমা। তাই বাংলাকে বাঁচাতে, দুর্নীতিমুক্ত বাংলা গড়তে এবং বাংলায় পরিবর্তন আনতে বিজেপিকে জয়যুক্ত করতে হবে।
বিজেপির এই নেতা প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অনুপ্রবেশসহ গরু পাচার, কয়লা পাচার বন্ধ হবে। বন্ধ হবে দুর্নীতি আর কাটমানির (ঘুষ) রমরমা ব্যবসা। ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপিকে আর রোখা যাবে না। বিজেপিই এই বাংলায় এসে দুর্নীতির বিরুদ্ধে প্রধান অস্ত্র হয়ে এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে।