মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ ছাড়া তিনি সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন।
মৌলভীবাজার জেলার চারটি আসনে প্রার্থীরা হলেন– মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) জেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. আব্দুল মান্নান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সিলেট মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আব্দুর রব।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণা করছে দলটি।