রাজধানীর মোহাম্মদপুরে ‘নিখোঁজ’ স্কুলছাত্রীকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মধ্যপাড়া এলাকায় স্কুলছাত্রীর বন্ধুর বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। পরে তাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব। স্কুলছাত্রীকে উদ্ধারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
কিশোরীর স্বজনরা জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বাবার সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ওই ছাত্রী। গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে স্বজনের মোহাম্মদপুরের বাসা থেকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বের হয় সে। এরপর রাস্তা পার হতে গিয়ে ‘নিখোঁজ’ হয়।
ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে কিশোরীকে দেখা যায়। তবে সেখানে তার ফুফাতো ভাই ছাড়া আরেকজন ছিল।
‘নিখোঁজের’ বিষয়ে কিশোরীর বাবা বলেছেন, ‘আমার মেয়ে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের বাড়িতে আছি। রবিবার সন্ধ্যায় মেয়ে নিখোঁজ হয়।’
এর আগে দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেছেন, ‘যে ছেলের সঙ্গে কিশোরীকে দেখা গেছে তার সঙ্গে সম্পর্ক আছে। সেই সম্পর্কের সূত্র ধরে চলে যায় কিশোরী। ছেলেটির মোবাইল নম্বর আমাদের দিয়েছিল মেয়েটির পরিবার। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়।’