প্রায় ১৮ বছরের ক্যারিয়ার তার, কাজ করেছেন উল্লেখযোগ্য সব নাটকে। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমাতেও কাজ করেছেন জাকিয়া বারী মম। ওটিটিতেও রয়েছে তার সরব উপস্থিতি। যেমন ‘মহানগর’ ‘মারকিউলিস’ থেকে ‘সাড়ে ষোল’ কিংবা ‘অগোচর’- সবগুলো ওটিটি কন্টেন্টেই দর্শক দেখেছে তার দুর্দান্ত অভিনয়। সেই ধারাবাহিকতায় মম আবারও ফিরছেন ওয়েব ফিল্ম নিয়ে।
ভিকি জাহেদের নির্মাণে ‘অন্ধকারের গান’ নামের এই সিনেমাটি বুধবার (৮ জানুয়ারি) বিঞ্জ অ্যাপে মুক্তি পেয়েছে। এতে অন্যতম দু’টি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও মোশাররফ করিম।
‘অন্ধকারের গান’ ওয়েব ফিল্মে অভিনয় করার কারণ হিসেবে মম উল্লেখ করেছেন এর থ্রিলারধর্মী গল্পের কথা। এরপর নির্মাতা ভিকি জাহেদের কথা আলাদাভাবে উল্লেখ করেন এই অভিনেত্রী।
মম বলেন, ‘আমি এর আগেও ভিকির সাথে কাজ করেছি। ওর কাজ আমার ভালো লাগে। সেইসাথে থ্রিলারধর্মী গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। এরপর আছে কাস্টিং। মোশাররফ ভাই কাজ করেছেন এখানে। এটিও আমার কাজ করতে আগ্রহী করে তুলেছে।’ নিজের চরিত্র নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এখানে আমি রুমালি চরিত্রে অভিনয় করেছি, যে একজন বিবাহিত নারী। বিভিন্ন জীবন সংগ্রামের ভেতর দিয়ে যায় চরিত্রটি। আজীবন তার একটা ডিলেমা থাকে। মূলত এই ফিল্মের সব চরিত্রই তাই। একটা থ্রিলার গল্পের মাধ্যমে যাপিত জীবনকে দেখানো হয়েছে।’
মোশাররফ করিমের কথা আলাদাভাবে উল্লেখ্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দেখুন, মোশাররফ ভাই আমাদের সম্পদ। তিনি যে মাপের অভিনেতা, আমার তো মনে হয় তাকে আমাদের নির্মাতারা ভালোভাবে ব্যবহার করতে পারেননি। তার মতো অভিনেতার আরও ভালো ভালো চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া দরকার ছিল। সেই হিসেবে তিনি নিজের সামর্থ অনুযায়ী কাজ করতে পারেননি। অবশ্য সেটার কারণ, আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট। তার সাথে কাজ করতে পারা সবসময়ই সৌভাগ্যের।’
মোশারফ করিমের সাথে কাজ, কোথায়ও কি সবাই তার থেকে মোশাররফকেই বেশি গুরুত্ব দিচ্ছে? এই প্রশ্নে মম দিলেন একেবারে বুদ্ধিদীপ্ত, বাস্তবতার নীরিখে উত্তর। মম বলেন, ‘কাজটি যখন মোশাররফ করিমের মত অভিনেতার সাথে, তখন তাকে গুরুত্ব দেওয়াই স্বাভাবিক। তাকে সামনে রেখে প্রচারণা চালানোই যৌক্তিক বলে আমি মনে করি। তবে হ্যা, এসবের বাইরে গিয়ে যদি বলি, যেহেতু এটি পুরুষতান্ত্রিক সমাজ, তাই এখানে একজন পুরুষ অভিনেতাকেই গুরুত্ব বেশি দেওয়া হয়। এক্ষেত্রে আমার আসলে কিছু করার নেই।’
এর আগে, ‘মহানগর’ ওয়েব সিরিজে মোশাররফ করিম ও মমকে একসাথে দেখা গিয়েছিলো। দু’জনে সেখানে অভিনয় করেছিলেন পাল্লা দিয়ে। দীর্ঘ বিরতির পর ভিকি জাহেদের পরিচালনায় আবার একজোট হয়েছেন তারা। মমকে এখন কাজে অপেক্ষাকৃত কম দেখা যায়। এর কারণ হিসেবে তিনি জানান, এখন আর সংখ্যার ভিত্তিতে নয়, কাজ করছেন হিসেব করে, বুঝেশুনে।
তিনি বলেন, ‘আমি যখনই বুঝবো, এমন কোনও গল্প যা আমার ক্যারিয়ারে আলাদা ব্যঞ্জনা তৈরি করতে পারবে, সেটাকেই গুরুত্ব দেবো। সামনে আরও ২-৩ টা গল্প নিয়ে কাজ করার কথা চলছে। বিভিন্ন ধরণের কয়েকটা প্রজেক্ট হাতে আছে। দেখি, কী হয়, সময় বুঝে সবই জানাবো।’ গত মাসে ‘অন্ধকারের গান’- এর ট্রেলার মুক্তি পায়। তখন থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ওয়েব ফিল্মটির জন্য।