Homeদেশের গণমাধ্যমেমোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর


ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেস আরও দুইজন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিয়ে গফরগাঁও-বরমী সড়কে উপজেলার বড় মৃধা বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম আহম্মেদ একই উপজেলার কান্দিপাড়া গ্রামের শামীম শেখের ছেলে। সে ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।

তিনি বলেন, গফরগাঁও-বরমী সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সিয়াম আহম্মেদ। বিকেল সাড়ে পাঁচটার দিকে বড় মৃধা বাড়ি মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সিয়াম গুরুতর আহত হয়। এসময় mআহত হয় অটোরিকশার দুই যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি শিবিরুল ইসলাম।

কামরুজ্জামান মিন্টু/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত