বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ জয় দিয়ে শুরু করলো রংপুর রাইডার্স। একাদশ আসরের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসর শুরু করলো কয়দিন আগে গ্লোবাল সুপার লিগ জিতে আসা দলটি।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯১ রান তোলে রংপুর। জবাবে খেলতে নেমে ১৫১ রানেই থেমে যায় ঢাকার ইনিংস। তাতে ৪০ রানের দারুণ জয়ে শুরু হয় রংপুরের শিরোপা লড়াই।
টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় রংপুর। শুরুতে দ্রুত দুটি উইকেট হারালেও খুশদিল শাহ-ইফতিখার আহমেদদের দৃঢ়তায় দারুণ সংগ্রহ পায় তারা। তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। সাইফ দুটি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৪০ রান করে ফিরলে জুটি ভাঙে। ইফতিখার আউট হন ৩৮ বলে ৪৯ রান করে। অধিনায়ক সোহান ১১ বলে ২৫ রান করেন। ৩টি করে চার ও ছক্কায় খুশদিল শাহ ২৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসের উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। তানজিদ হাসান ৩০ রানে ফিরলে জুটি ভাঙে। আরেক ওপেনার লিটন ৩ চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। এরপর ছন্দপতন হয় ঢাকার। স্কোরবোর্ডে একশ তোলার আগেই ৫ উইকেট হারায় তারা। মূলত রংপুরের স্পিনার শেখ মেহেদীর ঘূর্ণিতে খেই হারিয়েছে লিটনরা। ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মেহেদী, খুশদিল নিয়েছেন ২ উইকেট।