গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ছবির শুটিং হয়েছে। সিনেমাটি এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণি; ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, লায়ন সিনেমাস, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমায় ছবিটি দেখা যাচ্ছে।
‘মাকড়সার জাল’
গ্রাম থেকে শহরে এসে চুরি আর ছিনতাইয়ের মতো অপকর্মে জড়িয়ে পড়ে হিমু। পরিবারের কেউ তার অপরাধ সম্পর্কে জানে না। তবে সে এসব থেকে বের হতে চায়। কিন্তু একটি খুনের সঙ্গে জড়িয়ে যায় তার নাম। এমন গল্প নিয়ে আকাশ আচার্যর সিনেমা ‘মাকড়সার জাল’। গতকাল মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু, সামিহা আক্তার, মাহমুদুল ইসলাম মিঠু।