Homeদেশের গণমাধ্যমেমেঘনা ব্যাংক এবং বিসিবির মধ্যে স্পন্সরশিপ চেক হস্তান্তর

মেঘনা ব্যাংক এবং বিসিবির মধ্যে স্পন্সরশিপ চেক হস্তান্তর


মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ। এ তিন বিভাগের টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ১ বছরের চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ চুক্তি ঘোষণা করেন বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহা।

২০২৪-২৫ সালের জন্য এ তিন বিভাগের টুর্নামেন্টে বিসিবির সঙ্গে ব্যাংকটির চুক্তি হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহার হাতে এক কোটি টাকার চেক তুলে দেন মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত।

এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. মোয়াজ্জিম হোসাইন জুয়েল।

এ বিষয়ে মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত বলেন, ‘ক্রিকেট শুধু একটি খেলা নয়। বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়ার যে কয়টি ফ্যাক্টর বা নিয়ামক রয়েছে, ক্রিকেট তার মধ্যে অন্যতম। তাই, ক্রিকেটের সঙ্গে থাকতে পারায় আমরা গর্বিত ও সম্মানিত। এটি আমাদের প্রথম প্রচেষ্টা, কিন্তু শেষ নয়। এটিকে আমরা শুরু বলতে চাই। গ্রাসরুটস ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভবিষ্যতেও আমরা থাকতে চাই।’

এ সময় বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহা বলেন, মেঘনা ব্যাংককে ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই তিনটি লীগে স্পন্সর হিসেবে পেয়ে বিসিবি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মেঘনা ব্যাংককে বিসিবির পাশে পাব।

এ সময় মেঘনা ব্যাংকের পক্ষ থেকে ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. মোয়াজ্জিম হোসাইন জুয়েল বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরিতে মেঘনা ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত