চট্টগ্রামের মিরসরাইয়ে সহিংসতার শঙ্কায় দেওয়া ১৪৪ ধারা ভেঙে কর্মসূচি পালন করেছে বিএনপির এক পক্ষ।
বুধবার (২৬ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত গ্রুপ পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এসময় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে হাজারের অধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুস্পস্তবক অর্পণ শেষে মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন।
কর্মসূচি নিয়ে গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। ফুল দেওয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোনো পরিস্থিতি আজ ছিল না। প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে সেটি বোধগম্য নয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে ও আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু বুধবার বেলা ১২টায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেছে। মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২৬ মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উল্লিখিত এলাকায় কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহনসহ একত্রে ৫ জন তার চেয়ে বেশী লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়।
এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম