অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সাতজন আপিলকারীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ছিল। মামলা দায়েরের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার হয়েছে।
দুদকের একটি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে অধ্যাপক ইউনূসসহ সাত ব্যক্তির করা আপিল আজ বুধবার মঞ্জুর করেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এ রায় দেন। রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন এ কথা বলেন।
জ্যেষ্ঠ আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন প্রথম আলোকে বলেন, ‘অধ্যাপক ইউনূসসহ সাতজনের আপিল মঞ্জুর করে মামলাটি বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ছিল, মামলা দায়েরে ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং হাইকোর্টের আদেশ ক্রুটিপূর্ণ ছিল, প্রমাণিত হলো।’