Homeদেশের গণমাধ্যমেমানুষ আসছে, বই বাড়ছে | প্রথম আলো

মানুষ আসছে, বই বাড়ছে | প্রথম আলো


তবে অন্যপ্রকাশের সামনে পাওয়া গেল ক্রেতা, পাঠকের উপস্থিতি। এখানে অনেক বইয়ের মধ্যে পাওয়া গেল রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ফ্রিডমস ফ্লেম বইটি। হঠাৎ একটু দাঁড়াতে হলো কথাপ্রকাশের সামনে আধুনিক বাংলা গদ্যভাষার সন্ধানে বইটি দেখে। ঝকঝকে প্রচ্ছদে প্রকাশিত হওয়া নিজের বইটি দেখে যেতে পারলেন না লেখক ফয়জুল ইসলাম। মাত্র দুই সপ্তাহ আগে চলে গেছেন এই গুণী লেখক।

প্রথমা প্রকাশনের কাছে দাঁড়িয়ে দেখা গেল, সেখানে রাজনীতি আর ইতিহাসের বই খুঁজছেন পাঠক। বিক্রয়কর্মীরা বললেন, ভিড় বাড়লে ক্রেতাও বাড়ে। প্রথম দিন থেকেই তাঁদের ক্রেতা আছে। এবার অনেকে উপন্যাসও খুঁজছেন প্রথমায় এসে। এবারের মেলায় প্রথমার নতুন বইয়ের সংখ্যা এখন পর্যন্ত ৬০।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত