গতকাল বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নিয়েছেন শায়েখ আলী ওমর। আজ বৃহস্পতিবার তিনি ফেনীর সোনাগাজীতে আল–হাসনাইন একাডেমির মাহফিলে রয়েছেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল মসজিদুল আকসার ইমাম বনানীর টিঅ্যান্ডটি মসজিদে জুমার নামাজ পড়বেন। সেখানে তিনি বক্তব্য দিতে পারেন। বিকেলে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।