যানবাহনের চাপ বাড়লেও এবার ঈদে ঘরমুখী মানুষকে ময়মনসিংহে যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস ও নগরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড় হয়ে নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ জেলা এবং ময়মনসিংহ জেলার সাতটি উপজেলার মানুষ ঘরে ফেরেন। আন্তজেলা বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গসহ অন্যান্য জেলার বাসও ছেড়ে যায়। এই বাস টার্মিনাল ও ব্রহ্মপুত্র নদের ওপর পাটগুদাম সেতু এলাকায় নিত্যদিনের যানজটের ভোগান্তি ঈদের সময় আরও বেড়ে যায়। কিন্তু আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাটগুদাম ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহন বাড়লেও সেতু এলাকায় যানজট নেই। দ্রুত যানবাহন গন্তব্যে ছুটে যাচ্ছে। পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।