Homeদেশের গণমাধ্যমেভেঙে ফেলা হয়েছে বাকৃবির ছাত্রলীগ কার্যালয়

ভেঙে ফেলা হয়েছে বাকৃবির ছাত্রলীগ কার্যালয়


ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।

বাকৃবি প্রক্টর প্রফেসর ড. আলিম উদ্দিন বলেন, ‘ক্ষুব্ধ এবং উত্তেজিত একদল সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় এ নিয়ে কোনও উত্তেজনা নেই। তবে পরিস্থিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।’

সাধারণ শিক্ষার্থী কায়সার বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হলে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে বাইরে থেকে বুলডোজার ভাড়া করে এনে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দেয়। ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগ মরিয়া হয়ে হামলা করে হত্যা করেছে। এ ধরনের সন্ত্রাসী এবং সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যালয় বাকৃবিতে বহাল তবিয়তে থাকবে এটি সাধারণ শিক্ষার্থীরা কিছুতেই মানতে পারছিল না। অবশেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।’  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত