Homeদেশের গণমাধ্যমেভারতে অনুপ্রবেশকালে ২ বাংলাদেশি আটক

ভারতে অনুপ্রবেশকালে ২ বাংলাদেশি আটক


সুনামগঞ্জের চিনাকান্দি বিওপি সীমান্তের জিগাতলা এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে তাদের আটক করেছে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের মো. কাদির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৪), রাজাপাড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীন চিনাকান্দি বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১০/৪-এস এর নিকট থেকে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে টাকাসহ তাদের আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদের আটক করে বিজিবি। আটক দুজনকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে কোনো অবৈধ পণ্য কিংবা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত