যদি মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, তবে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না—এমন মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘অভ্যুত্থানের পর চার দিন দেশে কোনো সরকার ছিল না। কিন্তু আল্লাহর শুকরিয়া, এ দেশে বড় কোনো অঘটন ঘটেনি। কারণ, দেশের মানুষ দেশকে ভালোবাসে। এই দেশের প্রত্যেক মানুষ ছিল এ দেশের সরকার। জামায়াতে ইসলামী, অন্যান্য ইসলামি দল, মাদ্রাসার ছাত্র ও অন্য দেশপ্রেমী সেই চার দিন মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ পাহারা দিয়েছেন। দুর্গাপূজা যখন এল, একটা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা শুরু করল। আমরা হিন্দুধর্মের ভাইদের আশ্বস্ত করে বললাম, “আপনাদের পাশে থেকে আমরা পাহারা দেব।” তাঁরা তাঁদের পূজা করেছেন, আমরা তাঁদের সহযোগিতা করেছি। আমরা চাই না, নির্দিষ্ট একটি ধর্মাবলম্বীর উৎসব আসবে, আর তাঁদের পাহারা দেওয়া লাগবে। যদি মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, তবে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা সেই সামাজিক বলয় দেখতে চাই।’