চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে গ্রুপ পর্বের দেখায় কিউইরা হেরেছিল। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার পরামর্শ দিলেন, কীভাবে ফাইনালে নিউজিল্যান্ড ভারতকে হারাতে পারে। তবে এই ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন তিনি।
আইসিসির ইভেন্টে নকআউটে ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা দারুণ। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল তারা। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও জিতেছিল কিউইরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জিততে পারেনি ভারত। এবার আরেকটি আইসিসি প্রতিযোগিতার নক আউটে মুখোমুখি ভারত-নিউ জ়িল্যান্ড।
শোয়েব আখতার বললেন, ‘নিউ জ়িল্যান্ডকে ভুলে যেতে হবে তারা ভারতের বিপক্ষে খেলতে নামছে। ওরা যে কম শক্তিশালী হিসেবে ফাইনালে নামবে, সেটাও ভুলে যেতে হবে। সেই আত্মবিশ্বাস মিচেল স্যান্টনারের মধ্যে আছে। অধিনায়ক হিসাবে সে ট্রফি জিততে চায়।’
এই ম্যাচ নিউজিল্যান্ডের জেতার সামর্থ্য আছে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘ঠিক সময়ে ঠিক কাজটা করতে হবে। রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণ করবে। কিউই স্পিনারদের আক্রমণ ভোঁতা করে দিতে চাইবে তারা। স্যান্টনারকে আক্রমণ করবে রোহিত। আমরা মনে হয় ম্যাচে ভারত এগিয়ে রয়েছে ৭০ শতাংশ জায়গায়। কিন্তু নিউ জ়িল্যান্ড যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে জেতা সম্ভব।’
তবে ভারত যে ফাইনালে এগিয়ে, সেটা জোর দিয়ে বললেন শোয়েব, ‘ভারতীয় ব্যাটারেরা স্ট্রাইক রোটেট করে। সেটাই বাকি দলগুলোর থেকে ভারতকে আলাদা করে দেয়। বড় রান তুলতে ও রান তাড়া করতে সাহায্য করে। আর ভারতীয় স্পিনারদের কীভাবে সামলাতে হবে, সেটা স্টিভ স্মিথ দেখিয়ে দিয়েছে। ৩০ গজের মধ্যে থাকা বাড়তি ফিল্ডার কাজে লাগিয়েছিল। বড় শট খেলছিল। ফাঁক খুঁজে নিচ্ছিল ফিল্ডারদের মধ্যে দিয়ে। সেই সঙ্গে যে ব্যাটার ২০-৩০ রান করে ফেলবে, তাকে চেষ্টা করতে হবে ৮০, ৯০ বা ১০০ রান করার।’