ভাটারায় ভবন থেকে পড়ে নুর আলম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নুর আলম চাঁদপুর কচুয়া উপজেলার চাপাতলি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী মোফাজ্জল হোসেন বলেন, ‘নুর আলম পেশায় লোড-আনলোড কন্ট্রাক্টর ছিলেন। রবিবার সকালে ভাটারা পপুলার গলি বি ব্লকের একটি ১২তলা ভবনের ছাদে চেন কোপ্পা দিয়ে এসি উঠানোর সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’