Homeদেশের গণমাধ্যমেব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার চোরাচালানী পণ্য আটক



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৭ ডিসেম্বর ২০২৪  


ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। যার মূল্য কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস বিজিবি-২৫ প্রেসের মাধ্যমে এ তথ্য জানান।

এরআগে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের কালিশিমা নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় চোরাচালানী পণ্য আটক করা হয়।  

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের সানগ্লাস-৭,৮৯১ পিস, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী- ১,৮৬৫ পিস এবং ভারতীয় BIOTIC Z Dry Syrup- ১১৩ পিস।

বিজিবি-২৫ প্রেস জানায়,  আটককৃত এই চোরাচালানী পণ্যের মূল্য এক কোটি ত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা। আটককৃত মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রুবেল/টিপু





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত