প্যারাগুয়ের নাগরিক দমিনগেজ লিবার্তোদোরেস ড্র অনুষ্ঠানে নিজ বক্তব্যে বলেছেন, তিনি লুইজির প্রতি ‘সমব্যথী।’ তবে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড় ব্রুনো গিমারেস দমিনগেজের সমালোচনা করেন। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে ব্রাসিলিয়ায় সংবাদ সম্মেলনে গিমারেস বলেন, ‘কনমেবলের প্রেসিডেন্ট যেসব কৌতুক করছেন, তার চেয়ে অনেক বেশি দুশ্চিন্তার উপকরণ আছে। আমরা দেখেছি লুইজির সঙ্গে কী ঘটেছে। চেরো পোর্তেনোকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা আসলে অসম্মানজনক। ব্রাজিলের জার্সি পরে কনমেবলের সমালোচনা করায় আমার শাস্তি হতে পারে। তবে চিন্তা করার জন্য এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আছে।’
পালমেইরাস ক্লাবের সভাপতি লেইলা পেরেইরা বলেছেন, দমিনগেজ এমন কথা বলতে পারেন, সেটা তাঁর বিশ্বাস হয়নি, ‘আমি ভেবেছিলাম এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও এমন বিপর্যয়কর মন্তব্য বানাতে পারত না।’