Homeদেশের গণমাধ্যমেবীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-পিকাপের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হক (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর।

নিহত মো. এনামুল হক নওগাঁ সদর উপজেলার সরিসপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক জানান, ঠাকুরগাঁ থেকে একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বিপরীতমুখী পিকাপ ভ্যানকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকাপের চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত