বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার রাতে গহিরায় ছাত্রলীগের এক কর্মী অবস্থান করছেন, এমন খবর পেয়ে আটক করতে যায় পুলিশ। তবে নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে স্থানীয় তিন ব্যক্তি ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নেয়।
এ ঘটনার পর গভীর রাতে বৈষম্যবিরোধী আন্দোলন রাউজানের ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে ছাত্রলীগের এক কর্মীকে স্থানীয় বিএনপি নেতা মুহাম্মদ জসিম আশ্রয় দিচ্ছেন বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, রাউজানে ছাত্রলীগের কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন জসীম, সাফায়াত হোসেন, মারুফ নামের বিএনপির তিন নেতা।