Homeদেশের গণমাধ্যমেবাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমীন

বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমীন


তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেন।

তথ্যটি জানিয়ে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ গণমাধ্যমকে বলেন, ‌‌‘হাসপাতাল থেকে সাবিনা ইয়াসমীনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শরীরের অবস্থা এখন ভালো। তার শারীরিক তেমন কোনও জটিলতা নেই। তবে বেশ কিছু দিন তাকে বিশ্রামে থাকতে হবে।’

এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন এই বরেণ্য সংগীতশিল্পী। ৩১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন তিনি। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে গান গান। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিল্পী। দ্রুত তাকে নিয়ে  যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

বলা প্রয়োজন, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যানসার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফিরেছেন তিনি।

উল্লেখ্য, সংগীতে অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার ও ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই দেশবরেণ্য সংগীতশিল্পী।

 

 

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত