বারবার ঘুরে দাঁড়ানোর গল্প লেখা রিয়াল মাদ্রিদের অভ্যাস। নতুন রূপকথার জন্ম দিতে রিয়াল বেশিরভাগ সময়ই মঞ্চ হিসেবে বেছে নেয় নিজেদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুকে।
সেই বার্নাব্যুতে এমবাপ্পে–ভিনিসিয়ুসদের কাছ থেকে আজ আরেকবার জাদুকরী কিছু দেখার অপেক্ষায় ছিলেন রিয়াল সমর্থকেরা। কিন্তু প্রতিবারই কি অবিশ্বাস্য কিছু করে ঘুরে দাঁড়ানো সম্ভব? নিশ্চয় না। এই বাস্তবতাই রিয়ালকে আজ মেনে নিতে হলো।
মিকেল আরতেতার আর্সেনাল প্রথম লেগে ৩–০ গোলে এগিয়ে থাকার পর আজ বার্নাব্যুও জয় করে ফেলল। ফিরতি লেগে আর্সেনাল জিতল ২–১ ব্যবধানে।
তাতে দুই লেগ মিলিয়ে ৫–১ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেল লন্ডনের ক্লাবটি। বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে থমকে যেতে হলো এখানেই।
বিস্তারিত আসছে…