বাংলাদেশে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে। সময়ের সঙ্গে জীবনে আধুনিকতা এলেও স্বাস্থ্যকর অভ্যাসের চর্চা কমে গেছে। জীবনযাপনের পদ্ধতির সঙ্গে বহু ক্যানসারের সরাসরি সম্পর্ক রয়েছে। আপাতদৃষ্টে সাধারণ নেশাদ্রব্যের সর্বগ্রাসী প্রভাবেও ক্যানসার হয়। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিসরে ক্যানসার–বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অনেকাংশেই ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।
বাংলাদেশে সবচেয়ে বেশি হয় হেড-নেক ক্যানসার। হেড-নেক ক্যানসার বলতে মাথা, ঘাড়, স্বরতন্ত্রী (ভোকাল কর্ড), শ্বাসনালি, জিব, মুখগহ্বর, খাদ্যনালি এবং এর ওপর দিককার অংশের ক্যানসারকে বোঝানো হয়। পৃথিবীর অন্যান্য অংশে কিন্তু এসব ক্যানসারের হার কম। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষের পান, জর্দা, সাদাপাতা, গুল প্রভৃতি গ্রহণের অভ্যাসের কারণেই এ অঞ্চলে এসব ক্যানসারের হার অনেক বেশি।