মার্কিন কার্টুনিস্ট গ্র্যান্ট স্নাইডারের আঁকা একটা ছবি প্রায়ই ঘুরে বেড়াতে দেখি অনলাইনে। পাঠকজীবনের অনেকগুলো পর্যায় আঁকা সেই কার্টুনের শুরুতে দেখি শৈশবে এক পাঠক প্রেমে পড়ছে বইয়ের, আর একদম শেষ প্যানেলে দেখা যায় বৃদ্ধ বয়সে সেই পাঠকই পরের প্রজন্মের হাতে তুলে দিচ্ছে তার ভালোবাসার বইগুলো। পড়ুয়ামাত্রই জানেন, স্নাইডারের এই পর্যবেক্ষণ নিখুঁত, সময়ের সঙ্গে সঙ্গে বইয়ের প্রতি মানুষের মনোভাব বদলায়।
কথাটা সমষ্টির ক্ষেত্রেও সত্য। যেকোনো ভূগোলেই জনগোষ্ঠীর পাঠরুচিতে অবিরাম বদল ঘটে। সামাজিক প্রথার বিবর্তন, রাজনৈতিক পটবদল, নতুন প্রযুক্তির উদ্ভব, বৈশ্বিক কোনো আলোড়ন তোলা ঘটনা—বাহ্যিক এই চলকগুলো পাঠকদের মধ্যে তৈরি করে নতুন ধরনের লেখা পড়ার আকাঙ্ক্ষা। অন্যভাবে বললে, যুগের প্রতিফলন দুনিয়ার সঙ্গে পাঠকের মনও বদলে দেয়।
তাই প্রশ্ন জাগে, বাংলাদেশি পাঠকের মন নতুন সহস্রাব্দে কী ধারায় পরিবর্তিত হচ্ছে? গত সিকি শতাব্দীতে কেমন বদল এসেছে তাদের পাঠরুচিতে?