Homeদেশের গণমাধ্যমেবদরুদ্দীন উমরের জন্মদিন আজ

বদরুদ্দীন উমরের জন্মদিন আজ


ইতিহাস রচনায় অনন্য এক খ্যাতিমান তিনি, চিন্তায় বিদ্রোহী, মার্ক্সবাদী বিপ্লবী বদরুদ্দীন উমরের জন্মদিন আজ শুক্রবার (২০ ডিসেম্বর)। চুরানব্বই বছরে পা দেবেন বাংলাদেশের রাজনীতির বিশ্বস্ত এই ইতিহাসবিদ। দেশের প্রবীণ এই রাজনীতিকের ৯৩তম জন্মদিন উপলক্ষে বিকালে রাজধানীর তোপখানা রোডে বসবে আলোচনা সভা। সেখানে স্মৃতিচারণ করবেন তার সহকর্মী, বন্ধু-স্বজন, রাজনৈতিক কর্মীরা। 

‘আমার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে ১৯৩১ সালের ২০ ডিসেম্বর, রোববার, দুপুর দুটোয়।’ এভাবে নিজের জন্ম সম্পর্কে লিখেছেন বদরুদ্দীন উমর তার ‘আমার জীবন’ গ্রন্থের ভূমিকায়। 

সার্বক্ষণিক রাজনীতি ও লেখালেখির যুক্ত হওয়ার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন বদরুদ্দীন উমর। ১১ বছরের শিক্ষকতা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সংগ্রামে যুক্ত হয়েছিলেন তিনি। তার পিতা আবুল হাশিম, ভারত উপমহাদেশের অন্যতম খ্যাতনামা রাজনীতিক। 

জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত জন্মদিন সভায় অংশ নেবেন রাজনৈতিক দলের নেতারাও। কাউন্সিল সংগঠক মিতু সরকার বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপমহাদেশের বিশিষ্ট মার্ক্সবাদী তাত্ত্বিক, চিন্তাবিদ ও ইতিহাসবিদ, জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরের ৯৩তম জন্মদিন আগামীকাল।

এ উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে শুক্রবার বিকালে তোপখানা রোডস্থ শিশু কল্যাণ ভবনের চার তলায় ৪০৩ নং কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

‘একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস জনযুদ্ধেরই ইতিহাস’ শীর্ষক এই আলোচনা সভায় আলোচনা করবেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত