ডোমিনিক কি অন্য মামলাতেও দোষী সাব্যস্ত হবেন
ডোমিনিক ১৯৯৯ সালে প্যারিসের উপকণ্ঠে ২৩ বছর বয়সী আবাসন খাত-সংশ্লিষ্ট এক নারীর ওপর হামলা ও ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন।
ইথার মিশ্রিত একটি কাপড় দিয়ে মারিনো (ছদ্মনাম) নামের এই নারীর মুখ চেপে ধরেছিলেন ডোমিনিক। কিন্তু মারিনোর প্রতিরোধের মুখে একপর্যায়ে ডোমিনিক পালিয়ে যান।
গিস লের মামলায় ২০২১ সালে ডোমিনিক গ্রেপ্তার হন। এর আগপর্যন্ত মারিনোর সঙ্গে ঘটা ঘটনার বিষয়ে ডোমিনিকের সম্পৃক্ততা জানা যায়নি।
গ্রেপ্তার হওয়ার পর মারিনোর জুতায় পাওয়া রক্তের ফোঁটার সঙ্গে ডোমিনিকের ডিএনএ মিলিয়ে দেখা হয়। এরপর ডোমিনিক তাঁর অপরাধ স্বীকার করেন।
ডোমিনিকের বিরুদ্ধে আরেকটি ধর্ষণ ও হত্যাসংক্রান্ত মামলা আছে। সোফি নারমে নামের আবাসন খাতের এক তরুণীকে ১৯৯১ সালে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। এই মামলায় কোনো ডিএনএ পরীক্ষা করা হয়নি।
তদন্তকারী কর্মকর্তারা বলেন, দুই ঘটনার মধ্যে অনেক মিল আছে, যা কাকতালীয় হতে পারে।
ডোমিনিক এই ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে একই ধরনের আরও কিছু মামলা আছে।