সকাল সাড়ে ৬টার দিকে রাঙামাটি শহরের রাজবন বিহারে বেইনঘর ঘাটে (কাপ্তাই হ্রদের অংশ) ফুল নিবেদন উৎসবের আয়োজন করে ‘পার্বত্য অঞ্চল আদিবাসী ফোরাম’। শহরের কেরানী পার্ক এলাকায়ও আয়োজন করা হয় পৃথক উৎসবের। এ সময় কাপ্তাই হ্রদে কয়েক হাজার মানুষ ফুল নিবেদন করেন।
বেইনঘর ঘাটের অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার অতিথি ছিলেন। তিনি বলেন, ‘ফুল বিজু দিনটি পবিত্র, খুশির ও আনন্দের দিন। আজ থেকে বিজু উৎসব শুরু হলো। নতুন বছরে আমরা আশা রাখব, এই পার্বত্য অঞ্চলের মানুষ যেন সুখশান্তিতে থাকতে পারে।’
সকালে কেরানী পার্ক এলাকায় গিয়ে দেখা যায়, কয়েক হাজার মানুষ ফুল নিবেদন উৎসবে এসেছেন। ঐতিহ্যবাহী পোশাক পরে অংশগ্রহণ করেছেন চাকমা নারী, পুরুষ ও শিশুরা। পাহাড়ের অন্যান্য জনগোষ্ঠী ও সমতলের বাসিন্দারাও উৎসবে যোগ দেন। কাপ্তাই হ্রদের দেড় কিলোমিটার এলাকাজুড়ে চলে ফুল নিবেদন উৎসব।
এদিকে কাপ্তাই হ্রদের গর্জনতলী, আসামবস্তি, তবলছড়ি কলেজ গেটসহ শহরের বিভিন্ন এলাকায় ফুল নিবেদনের উৎসব চলে। এ ছাড়া রাঙামাটির বিভিন্ন উপজেলায়ও আয়োজন করা হয় উৎসবের।