Homeদেশের গণমাধ্যমেফুটপাতের দেড় শতাধিক দোকান উচ্ছেদ

ফুটপাতের দেড় শতাধিক দোকান উচ্ছেদ


ভোলার লালমোহন উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে। এ সময় দেড় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ পৌরশহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখলমুক্ত করেন।

ইউএনও মো. শাহ আজিজ বলেন, ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের ফলে পৌরশহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানাচ্ছিলেন। ওই দাবির ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে এর আগে এসব স্থাপনা সরিয়ে নিতে তাদের কয়েকবার নোটিশ প্রদানসহ মাইকিং করে সতর্ক করা হয়েছে। তবু তারা ফুটপাত ছাড়েননি। এ জন্য উচ্ছেদ অভিযানের মাধ্যমে দেড় শতাধিক অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিগগির এসব স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে। এ ছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

উচ্ছেদ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত