Homeদেশের গণমাধ্যমেপ্লাইমাউথ শঙ্কায় ফেললেও কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

প্লাইমাউথ শঙ্কায় ফেললেও কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি


এফএ কাপে টানা দ্বিতীয় ম্যাচে ম্যানসিটি শঙ্কার মধ্যে পড়েছিল। আগের রাউন্ডেই দারুণ জয়ে লিভারপুলকে বিদায় করা প্লাইমাউথ আরগিল শুরুতেই তাদের জাল কাঁপিয়ে ভয় ধরিয়ে দেয়।

চতুর্থ রাউন্ডে লিভারপুলকে হটিয়ে দেওয়া ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল অবশ্য ম্যানসিটির বিপক্ষে তাদের ওই ঘটনার পুনরাবৃত্তি করতে পারেনি। ইতিহাদ স্টেডিয়ামে এরপর ঘুরে দাঁড়ায় সিটি। টিনএজার নিকো ও’রেইলি জোড়া গোল করে তাদেরকে এগিয়ে নেন। শেষ গোলটি করেন কেভিন ডি ব্রুইনা। ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ক্লাব।

পিছিয়ে থাকলেও সিটি দ্বিতীয় স্তরের ফুটবলে ভুগতে থাকা প্লাইমাউথকে আরেকটি অঘটন ঘটাতে দেয়নি। ৩৮তম মিনিটে মাকসিম তালোভিয়েরোভের গোল হাজারো অতিথি দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়। বিরতিতে যাওয়ার আগে স্টপেজ টাইমে ডি ব্রুইনার ক্রসে ও’রেইলি হেড করে সমতা ফেরান।

৭৬তম মিনিটে ম্যানসিটি স্কোর ২-১ করে। এবার ফিল ফডেনের কর্নারে হেড করে জাল কাঁপান ও’রেইলি। ৯০তম মিনিটে ডি ব্রুইনার গোল সব শঙ্কা উড়িয়ে দেয়। 

আগের রাউন্ডেও সিটি তৃতীয় স্তরের ক্লাব লেইটন অরিয়েন্টের কাছে পিছিয়ে পড়ে জিতেছিল। এবারও তারা দারুণ প্রত্যাবর্তনে শেষ আটের টিকিট কাটলো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত