ট্রাম্প ও রোগান ‘আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’–এ নিজেদের অভিন্ন আগ্রহ নিয়ে কথা বলেছেন। তাঁরা কথা বলেছেন, ইলন মাস্কসহ অন্যান্য পারস্পরিক বন্ধুদের নিয়ে।
রিপাবলিকান প্রচারশিবির আশা করছে, এই সাক্ষাৎকার মার্কিন পুরুষ ভোটারদের ওপর ট্রাম্পের প্রভাবকে সুসংহত করবে। কেননা, রোগানের শ্রোতাদের মূল অংশই পুরুষ ভোটার।
ট্রাম্প তাঁর প্রেসিডেন্টের দায়িত্বকালে (২০১৭-২১) ‘সবচেয়ে বড় ভুল’ কী করেছিলেন, সে বিষয়ে সাক্ষাৎকারে বলেন, ‘আমি এমন কিছু লোককে বেছে নিয়েছিলাম, যাঁদের বাছাই করা আমার উচিত হয়নি।’
ভুল বাছাই করা লোকদের সম্পর্কে ট্রাম্প বলেন, নব্যরক্ষণশীল বা খারাপ মানুষ বা অবিশ্বস্ত মানুষ।