Homeদেশের গণমাধ্যমেপ্রিমিয়ার লিগে থামলো ম্যানসিটির অপরাজেয় যাত্রা

প্রিমিয়ার লিগে থামলো ম্যানসিটির অপরাজেয় যাত্রা


ইংলিশ প্রিমিয়ার লিগে যেন হারতে ভুলেই গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সর্বশেষ হেরেছিল ২০২৩ সালের ৬ ডিসেম্বর, অ্যাস্টন ভিলার কাছে। এরপর টানা ৩২ ম্যাচে অপরাজিত ছিল ম্যানসিটি। অবশেষে হারের তিক্ত স্বাদ পেল আকাশী-নীলরা। সঙ্গে থেমে গেল প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়নদের অপরাজেয় যাত্রা।

শনিবার রাতে টেবিলের শীর্ষে থেকে বোর্নমাউথেরর বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানসিটি। প্রিমিয়ার লিগে ডমিনেটিং সিটিকে হারিয়ে যে ইতিহাস গড়তে চলেছে, সেটা হয়তো ম্যাচের আগে কেউই ভাবেননি। বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে শেষ পর্যন্ত সেটাই হলো।

ইতিহাসে প্রথমবারের মতো সিটিকে হারালো বোর্নমাউথ। পেপ গার্দিওলার দলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা।

বোর্নমাউথের কাছে টেবিলের শীর্ষ স্থানও হারালো সিটি। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আকাশী-নীলরা। ১৫ পয়েন্ট নিয়ে আটে উঠেছে বোর্নমাউথ। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

শনিবার ম্যাচের ৯ মিনিটে লিড নেয় বোর্নমাউথ। আন্টোয়নি সেমেনোর গোলে ১-০ তে এগিয়ে যায় আন্দোনি ইরোলার শিষ্যরা। ৬৪ মিনিটে এভানিলসনের গোলে ব্যবধান দ্বিগুণ করে বোর্নমাউথ।

সিটির হয়ে একমাত্র গোলটি করেন ইয়োস্কো গাভার্দিওল। ৮২ মিনিটের এই গোলে ব্যবধান কমালেও শেষ বাঁশির আগে সমতায় ফিরতে পারে সিটি। হেরেই ছাড়তে হয় মাঠ।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত