Homeদেশের গণমাধ্যমেপ্রথম বলেই ছক্কা, রেকর্ড গড়া অভিষেক মাতালেন ১৪ বছরের সূর্যবংশী

প্রথম বলেই ছক্কা, রেকর্ড গড়া অভিষেক মাতালেন ১৪ বছরের সূর্যবংশী


আইপিএলে আজ জয়-পরাজয়ের সমীকরণ ছাপিয়ে সবার চোখ ছিল রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর ওপর। ম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে অধিনায়ক সঞ্জু স্যামসনের বদলে ওপেন করতে নেমে ইতিহাস গড়েছেন ১৪ বছর ২৩ দিন বয়সী সূর্যবংশী।

নিলামে আলোচিত এই কিশোরই এখন আইপিএলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। শুধু তাই নয়, আইপিএল চালু হওয়ার পর জন্ম নেওয়া প্রথম খেলোয়াড় হিসেবেও আইপিএল ম্যাচ খেলার ইতিহাস গড়লেন সূর্যবংশী। আইপিএল ২০০৮ সালে যাত্রা শুরু করলেও সূর্যবংশীর জন্ম ২০১১ সালে।

এদিন অবশ্য শুধু অভিষেকের রেকর্ড গড়েই থামেননি এই কিশোর। মাঠে তাঁর শুরুটাও সারাজীবন মনে রাখার মতো। শার্দুল ঠাকুরের করা প্রথম ওভারের চতুর্থ বলটি ছিল সূর্যবংশীর আইপিএলে খেলা প্রথম বল। আর সেই বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে অসাধারণ এক ছক্কা মেরে রানের খাতা খুলেন এই কিশোর। এরপর এইডেন মার্করামের বলে আউট হয়ে ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান। ফেরার আগে উদ্বোধনী জুটিতে যশ্বসী জয়সোয়ালের সঙ্গে মিলে যোগ করেন ৮৫ রান।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে লক্ষ্মৌ সুপারজায়ান্ট। জবাবে শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে পারেনি রাজস্থান রয়্যালস। হেরে গেছে মাত্র ২ রানে।

বিস্তারিত আসছে…



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত