এক প্রশ্নের জবাবে উপমহাব্যবস্থাপক বলেন, যেই ব্যক্তি পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অনুমতি না নিয়ে গাছ কেটেছেন, তাঁর বিরুদ্ধে সমিতি থেকে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রাণহানির বিষয়ে নিহত বালকের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যুতের তার পুকুরের পানিতে পড়ার কারণে ওই বালক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহত বালকের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।