Homeদেশের গণমাধ্যমেপুঁজিবাজারে সূচকের উত্থানে বছর শুরু

পুঁজিবাজারে সূচকের উত্থানে বছর শুরু


প্রকাশিত: ১৫:১৬, ১ জানুয়ারি ২০২৫  


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত আছে ৮০টির।

এদিন ডিএসইতে মোট ৩৩০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৫.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৩৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৭০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১২ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.২১ পয়েন্ট কমে ৯৩৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৫.৬১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

দিন শেষে সিএসইতে ৫৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত