Homeদেশের গণমাধ্যমেপাঞ্জাবকে ২০৬ রানের বিশাল লক্ষ্য দিল রাজস্থান

পাঞ্জাবকে ২০৬ রানের বিশাল লক্ষ্য দিল রাজস্থান


একদল ২ ম্যাচের দুটিতেই জয় পেলো, অন্য দল ৩ ম্যাচের মধ্যে জয় পেলো কেবল ১টিতে। প্রথমটি পাঞ্জাব কিংস, দ্বিতীয়টি রাজস্থান রয়্যালস। আজ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে পাঞ্জাব। দিল্লির সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকবে তারা। অন্যদিকে পাঞ্জাবকে হারাতে পারলে ৯ নম্বর অবস্থান থেকে অনেকটা এগিয়ে আসবে রাজস্থান।

এমন পরিস্থিতিতে মাল্লানপুরে টস জিতে রাজস্থান র‌য়্যালসকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব। তবে সিদ্ধান্তটা যে ভুল ছিল তা প্রমান করে দিয়েছে রাজস্থান রয়্যালসের ব্যাটাররা। জসস্বি জয়সওয়ালের ব্যাট ভর করে পাঞ্জাবকে ২০৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ঝড় তোলে রাজস্থান। জসস্বি জয়সওয়াল এবং সাঞ্জু স্যামসন মিলে ১০.২ ওভারে গড়েন ৮৯ রানের জুটি। ২৬ বলে ৩৮ রান করে এ সময় আউট সাঞ্জু স্যামসন।

জসস্বি জয়সওয়াল যখন আউট হন তখন দলের রান ১২৩। ৪৫ বলে ৬৭ রান করেন তিনি। ৩টি বাউন্ডারির সঙ্গে ছিল ৫টি ছক্কার মার। ২৫ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত ছিলেন রায়ান পরাগ। ৭ বলে ১২ রান করেন নিতিশ রানা, ১২ বলে ২০ রান করেন শিমরন হেটমায়ার। ৫ বলে ১৩ রান করেন ধ্রুব জুরেল। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত