Homeদেশের গণমাধ্যমেপরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ তিন জন কারাগারে

পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ তিন জন কারাগারে


ময়মনসিংহের গৌরীপুরে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে সেনাবাহিনীর একটি দল আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ছাত্রদল নেতা আল ইমরান ছাড়াও অন্য দুজন হলেন জুনায়েত আহম্মেদ (২৩) ও মো. মিলন মিয়া (৪৮)। এর মধ্যে ইমরান সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর ছেলে, জুনায়েত গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার আলতাব হোসেনের ছেলে ও মিলন মিয়া পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গৌরীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড মোড় এলাকায় যান চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠলে রবিবার রাতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তারা ওই তিন জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় আজ গৌরীপুর পৌরসভার কর্মচারী আহাম্মদ আলী বাচ্চু বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সড়কে চলাচলকারী ইজিবাইকসহ অন্যান্য যানবাহন থেকে চাঁদাবাজির সময় তিন জনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত