Homeদেশের গণমাধ্যমেপদ্মায় জেলের জালে ১১ কেজির বোয়াল

পদ্মায় জেলের জালে ১১ কেজির বোয়াল



মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৩ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১১:৪৭, ৩ জানুয়ারি ২০২৫

১১ কেজি ওজনের বোয়াল মাছ


মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে শুকুর আলী নামে একজন জেলের জালে ১১ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে।  

শুক্রবার (৩ জানুয়ারি) আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি নিয়ে আসেন শুকুর। ২০ হাজায় তিনশ টাকায় এই বোয়ালটি বিক্রি করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ধরা পড়ে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন বয়ড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুমন রাজবংশী। 

মৎস্য শিকারী শুকুর আলী বলেন, “রাতে পদ্মায় জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই জালে আটকা পড়েছে বড় একটি বোয়াল। আজ (শুক্রবার) সকালে বোয়ালটি আড়তে নিয়ে আসি এবং ২০ হাজার তিনশ টাকায় বিক্রি করি।”

আড়তদার  সুমন রাজবংশী বলেন,  “১১ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন শুকুর আলী। ডাকে অংশ নিয়ে ২০ হাজার ৩০০  টাকায় বোয়ালটি আমি কিনেছি।”

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম  বলেন,  “হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।”

ঢাকা/চন্দন/টিপু 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত