Homeদেশের গণমাধ্যমেপঞ্চগড়ে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথর উদ্ধার

পঞ্চগড়ে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথর উদ্ধার



পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৮ জানুয়ারি ২০২৫  


পঞ্চগড় সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সাথে নিয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যর একটি কষ্টিপাথর উদ্ধার করেছে। এ সময় নুরুজ্জামান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীনস্থ মীরগড় বিওপি এলাকায় সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।

আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বিজিবি’র পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।

মেজর রিয়াদ মোর্শেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/নাঈম/ইমন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত