Homeদেশের গণমাধ্যমে'নোলানের সিনেমা মানে, আমি ঠিক কাজটিই করছি'

‘নোলানের সিনেমা মানে, আমি ঠিক কাজটিই করছি’


ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান আর মার্কিনী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। দু’জনেই যেন ক্রমশ বিশ্বের অন্যতম ক্ষমতাধর জুটি হয়ে ধরা দিচ্ছেন বিশ্ব চলচ্চিত্রে। কারণ, খবর মিলেছে তৃতীয়বারের মতো এই জুটি মিলিত হচ্ছে নতুন সিনেমায়।

সম্প্রতি ঘোষণা করা হয়েছিলো বিশ্ববিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের সাথে তৃতীয়বারের মতো কাজ করতে যাচ্ছেন অ্যান। তবে সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তার আগেই অবশ্য দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যান, ফের নোলানের সিনেমাসঙ্গী হতে পেরে। জোড়া অস্কারজয়ী এই অভিনেত্রী উইমেনস ওয়্যার ডেইলি’কে বলেন, ‘আমি কীভাবে আমার অনুভূতি প্রকাশ করবো জানি না। এটাও জানি না, নোলানের সাথে কাজ করার অনুভূতি কীভাবে প্রকাশ করা যায়।’

অভিনেত্রী এরপর যোগ করেছেন, ক্রিস্টোফার নোলানের সাথে আরও একবার কাজ করার সুযোগ পাওয়া তাকে কতটা আনন্দিত করেছে। অ্যান বলেন, ‘আমি ক্রিস (নোলান) এবং এমাকে (নোলানের স্ত্রী) অনেক ভালোবাসি। তাদের জগতে আমন্ত্রিত হওয়া, নিজেকে সেরা জায়গাগুলোর মধ্যে খুঁজে পাওয়ার মতো।’ 'নোলানের সিনেমা মানে, আমি ঠিক কাজটিই করছি' অভিনেত্রী বলেন, তিনি এর আগে আরও দু’বার নোলানের সাথে কাজ করার সুযোগ পান। দ্বিতীয়বার যখন সুযোগ আসে, তার মনে হয়েছিলো কাজটি করা কি বেশি লোভ করা হয়ে যাবে? কিন্তু তৃতীয়বারের সুযোগে তার মনে হয়েছে, ‘আমি যা করছি সেটাই ঠিক’। 'নোলানের সিনেমা মানে, আমি ঠিক কাজটিই করছি' অ্যান হ্যাথওয়ে ক্রিস্টোফার নোলানের সাথে ২০১২ সালে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এ ক্যাটওম্যান চরিত্রে কাজ করেন। এরপর তিনি ২০১৪ সালে নোনের ‘ইন্টারস্টেলার’-এ অভিনয় করেছিলেন। এই সিনেমায় অ্যান হ্যাথওয়ে নাসার বিজ্ঞানী এবং মহাকাশচারী ড: অ্যামেলিয়া ব্র্যান্ডের চরিত্রে অভিনয় করেন।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত