Homeদেশের গণমাধ্যমেনোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করলো র‍্যাব

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করলো র‍্যাব


নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী ছেলে শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালীর একটি দল মিরওয়ারিশপুর বেচার দোকানের পাশের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।

র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশু চুরির ঘটনাটি ঘটে। চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের শিশুসন্তান আব্দুর রহমান ও মা তাজনাহার বেগমকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশুসন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ানোর চেষ্টা করেন। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত এক নারীকে জান্নাতুল ফেরদৌসকে বলেন কোলের সন্তান তার কাছে দিয়ে টিকিট কাটার জন্য। জান্নাতুল সরল মনে তার শিশুসন্তানকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি এসে দেখেন, সন্তান নিয়ে ওই নারী উধাও। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে জানান। সেইসঙ্গে জিডি করেন। এরপর শিশুটির সন্ধানে মাঠে নামে র‍্যাব।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত