নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৫২, ১৩ মার্চ ২০২৫
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কোডিং পদ্ধতিতে পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপাচার্য দপ্তরে পরীক্ষামূলকভাবে গৃহীত টার্ম ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহায়তায় পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতিতে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে। ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান প্রদর্শনীর উপস্থাপন করেন।
ঢাকা/ফাহিম/মেহেদী