Homeদেশের গণমাধ্যমেনির্মাণাধীন ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু


রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় নির্মাণাধীন ১৪ তলা ভবনের ছয় তলা থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। রাহিদ ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রাহিদের চাচা মো. রাব্বানী বলেন, রাহিদ নির্মাণশ্রমিক ছিলেন। বিকেলে নির্মাণাধীন ভবনের ছয় তলায় ইটের গাঁথুনির কাজ করার সময় নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত