অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা সঠিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ বুধবার সন্ধ্যায় রংপুর জেলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বদিউল আলম মজুমদার এই মত দেন।
মহান বিজয় দিবস উপলক্ষে গত সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মুহাম্মদ ইউনূস বলেন, ‘২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’
এই বক্তব্যের প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রধান উপদেষ্টা সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করব, এটি সঠিক সিদ্ধান্ত। আমরা সর্বতোভাবে চেষ্টা করব, যাতে এই সময়সীমার মধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়।’