পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে বন্দুকধারীদের হাতে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে অন্তত ১৬ জন বন্দুকধারী নিহত হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বেশ কিছু বন্দুকধারী রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।
জিও নিউজের খবরে বলা হয়, বেচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে ১৬ জন নিহত হয়েছে।
বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) এক বিবৃতির বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জিম্মিদের মধ্যে পাকিস্তানি সেনা, পুলিশ, অ্যান্টি টেররিজম ফোর্স ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই ছুটিতে পাঞ্জাব প্রদেশে যাচ্ছিলেন।
এর আগে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসীরা ট্রেনটিকে মাচের পাহাড়ি এলাকায় থামাতে বাধ্য করে। এরপর সেখানে যাত্রীদের জিম্মি করা হয়। পাকিস্তানের রেলওয়ে পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন।
পাকিস্তানের রেলওয়ে বিভাগের কর্মকর্তা মহম্মদ কাশিফ জানিয়েছেন, নয়টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০০ জনেরও বেশি জঙ্গিদের পণবন্দি হয়েছেন।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয়। এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনের দখল নেয়।