Homeদেশের গণমাধ্যমেনিজ দলের সহসভাপতির শ্বশুরবাড়িতে গিয়ে যুবদল-ছাত্রদলের চাঁদাবাজির অভিযোগ

নিজ দলের সহসভাপতির শ্বশুরবাড়িতে গিয়ে যুবদল-ছাত্রদলের চাঁদাবাজির অভিযোগ


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহসভাপতির শ্বশুরবাড়িতে গিয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। খোদ উপজেলা বিএনপির সহসভাপতি মো. নাছির উদ্দীন এ অভিযোগ করেছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। গত ৬ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের এফ ব্লক এলাকায় তার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন—বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান, কলেজ ছাত্রদলের সদস্যসচিব সারোয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন। তাদের সঙ্গে আরও দুই-তিন জন ছিলেন।

লিখিত অভিযোগে নাছির উদ্দীন উল্লেখ করেছেন, ৬ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৮-১০ জনের একটি দল উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের এফ ব্লক এলাকায় আমার শ্বশুরবাড়ি ঘেরাও করেন। তারা দরজায় লাথি দেন। দরজা না খুললে ভেঙে ফেলার হুমকি দেন। হঠাৎ এমন পরিস্থিতি দেখে শ্বশুরবাড়ির লোকজন আমাকে ফোন দেন। আমি দ্রুত সেখানে উপস্থিত হই। দেখতে পাই, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী বাড়িটি ঘেরাও করে রেখেছেন। তাদের আমার পরিচয় দিয়ে বাড়ি ঘেরাও করে রাখার কারণ জানতে চাই। তারা আমাকে বলেন, খাগড়াছড়ি থেকে জয়নাল আবেদীন নামে একজন লোক বেড়াতে এসেছেন এবং তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের এমন কথা শুনে আমি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীকে বিষয়টি জানাই। তিনি তাদের সঙ্গে কথা বলে আমাকে জানাচ্ছেন বলে তাৎক্ষণিকভাবে তার ফোন বন্ধ করে রাখেন। তার সহযোগিতা না পেয়ে ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ওমর ফারুকের সহযোগিতা চাই। ফারুক সেখানে উপস্থিত হন এবং বাড়ি ঘেরাও করে রাখা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। তারা একপর্যায়ে বেড়াতে আসা লোকটিকে তাদের হাতে তুলে দেওয়ার কথা বলেন, তা না হলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

লিখিত অভিযোগে তিনি আরও লিখেছেন, ফারুক তখন তাদের দাবির বিষয় আমাকে বললে, আমি বলেছি কেন তাদের টাকা দেবো? এত টাকা দেওয়ার সামর্থ্য তাদের নেই। তখন তারা আরও উত্তেজিত হয়ে ঘরের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। আমার শ্বশুরবাড়ির লোকজন এমন পরিস্থিতি দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সেইসঙ্গে নারী-শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করেন। এ অবস্থায় ঘরে থাকা ২৫ হাজার টাকা এনে তাদের হাতে তুলে দিয়ে বলি, আমাদের কাছে আর কোনও টাকা নেই। তখন ওমর ফারুক তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারা কোনোভাবেই দুই লাখ টাকা ছাড়া বাড়ি ছেড়ে যাবে না বলে জানিয়ে দেন। তখন আমিসহ তাদের বুঝিয়ে পরিস্থিতি মোকাবিলা করে বাড়ি থেকে যেতে বললে তারা চলে যান। 

অভিযোগে নাছির উদ্দীন আরও উল্লেখ করেন, ঘটনার পরদিন ৭ জানুয়ারি সকালে উপজেলা ও পৌর বিএনপির দায়ীত্বশীল নেতৃবৃন্দদের বিষয়টি জানাই। তারা ওই দিন সন্ধ্যায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে বিষয়টির ওপর জরুরি সভা ডাকেন। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। এ সময় পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন চাঁদাবাজির এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বক্তব্য রাখেন। তাকে থামিয়ে দিয়ে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী বলেন, এটা কোনও চাঁদাবাজি নয়। এরকম কোনও ঘটনা ঘটেনি। তিনি চাঁদাবাজদের পক্ষ নিয়ে বলেন, যা ঘটেছে তা একদম সঠিক ছিল। আমার শ্বশুরবাড়িতে কেন আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছি এমন কথা বলে সবার সামনে আমার সঙ্গে অশোভন আচরণ করেন। এ অবস্থায় চাঁদাবাজির ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের এবং উপজেলা বিএনপির সভাপতির এমন অশোভন আচরণের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।  

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহসভাপতি মো, নাছির উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা আমার শ্বশুরবাড়িতে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা সবাই আমাদের দলের নেতাকর্মী। পরে ২৫ হাজার টাকা চাঁদা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী চাঁদাবাজদের পক্ষ নিয়েছেন। তার মদতে এই ঘটনা ঘটেছে। যার কারণে সেদিনের সভায় বিষয়টির কোনও সমাধান হয়নি। বাধ্য হয়ে জেলা বিএনপির দায়িত্বশীলদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

এ ব্যাপারে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর আমি বিষয়টি জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতাদের জানিয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে যে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে, তা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত