সমাবেশে বক্তব্য দেন আগের কমিটির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম (বাচ্চু), সদস্য ফরহাদ হোসেন দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, ঘোষিত কমিটিতে ব্যাপক অসংগতি রয়েছে। কমিটিতে বহিষ্কৃত মিজানুর রহমানকে (ডিউক) যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অথচ তাঁর বহিষ্কারাদেশ আজও প্রত্যাহার করা হয়নি। মূল দলের নেতাদের বাদ দিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া বিতর্কিত ব্যবসায়ী আবুল কাশেমকে কমিটির সদস্য করা হয়েছে। শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ নম্বর সদস্য করা হয়েছে। অথচ এই নামে বিএনপির কোনো নেতাকে কেউ চেনেই না। অথচ দলের জন্য যারা রক্ত দিয়েছে, জেল খেটেছে, মামলায় আসামি হয়েছে, এমন নেতা শহিদুল ইসলাম (বাচ্চু), কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীনের মতো ত্যাগী নেতাদের কমিটিতে রাখা হয়নি। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না। তাই অবিলম্বে কমিটি সংশোধন করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি ঘোষণা করার দাবি জানান বক্তারা।