Homeদেশের গণমাধ্যমেনবাবগঞ্জে অবৈধ ৫ ইটাভাটা বন্ধ, ৫৪ লাখ টাকা জরিমানা

নবাবগঞ্জে অবৈধ ৫ ইটাভাটা বন্ধ, ৫৪ লাখ টাকা জরিমানা


ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কাগজপত্র না থাকায় ঢাকার নবাবগঞ্জে পাঁচটি ভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেই সঙ্গে ভাটাগুলোতে অনিয়ম করে ইট পোড়ানোর দায়ে ৫৪ লাখ টাকা জরিমানা করেছেন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

এ ঘটনায় নবাবগঞ্জের অন্য ২০টি ইটভাটামালিকদের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জের বেশ কিছু ইটভাটামালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলামের নেতৃত্বে গতকাল নবাবগঞ্জের রাজপাড়া সাহেব খালী ও ইসলামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিবিসিকে ব্রিকসকে ২০ লাখ, এনবিআইকে ২০, জনতা ব্রিকসকে ৫, গোল্ড ব্রিকসকে ৫ ও জয়পাড়া ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত